ছোট বড় গাছপালা  ছোট ছোট ঘর
দূর হতে  দেখা যায়  গ্রামটি আমার।
খড়ের ছাউনি দেয়া বেড়া কিছু ভাঙা
দুই দিকে জলাধার  মাঝখানে ডাঙ্গা।
এক দিকে নদী আর  এক দিকে বিল
ছোট বড় পাখিগুলি  করে  কিলবিল।
মাঠে ভরা  চাষ করা   সবুজ  ফসল
খাল বিল  ভরে থাকা  বরষার  জল।


তুলে পাল ধরে হাল নায়ে ভাসে মাঝি
আঁধারের বুক চিরে ডাকে পোকা ঝিঁঝিঁ।
ঝিরিঝিরি  বায়ু বহে  সোনা ঝরা  গাঁয়ে
খালে বিলে মাছ ধরে ছোট ছোট নায়ে।
কিলবিল  করে মাছ  সোনা মুখী  বিলে
ঝাঁপ দিয়ে  গাঙচিল   টপা টপ  গিলে।
বক পাখি ঝাঁকে ঝাঁকে  ঘুরেফিরে বাঁকে
ছোট ছোট ছানাগুলো চিঁ চিঁ করে ডাকে।


ঘুরে  ফিরে   গ্রামটির   অনেক  কদর
ফুলে ফলে ভরে থাকা  মায়াবী চাদর।
নদী নালা  বিলে জলে  পার করে দিন
সুখে ঘেরা  ঘুরা-ফেরা  গ্রামটি রঙিন।
ভাঙা কুটিরের  মাঝে শান্তি  যায় ছুঁয়ে
সহমর্মিতায়  পূর্ণ,   মাথা  যায়  নুয়ে।
সুখে দুঃখে  পাশাপাশি   গরিব  স্বজন
মিল মিশে  গ্রামবাসী  অনেক  আপন।