তোমার মান ভাঙাবো
মুক্তা ছড়ানো সাগরে ভেসে
তোমায় নিয়ে অচিন দেশে
মন ভোলানো হাসি হেসে
গান শুনাবো,
তোমার মান ভাঙাবো।


মন রাঙানো রক্ত রবি
হিমেল মেরুর ধবল ছবি
মায়াবী আলোয় রাঙিয়ে সবি
মন ভরাবো,
তোমার মান ভাঙাবো।


চাঁদের আলোর টিপ পরিয়ে
তারার মালা গলায় দিয়ে
ছায়াপথে তোমায় নিয়ে
মন রাঙাবো,
তোমার মান ভাঙাবো।


মনের উপর মন রেখে
গোধূলি আবির মনে মেখে
জোনাকি আলোয় দেখে দেখে
হৃদয় ভরাবো,
তোমার মান ভাঙাবো।


তাড়িয়ে দেবো রাতের কালো
জ্বালিয়ে দিয়ে মনের আলো
মন ভাসিয়ে বাসবো ভালো
মন ছোঁয়াবো,
তোমার মান ভাঙাবো।


চোখের তারায় ফাগুন রঙে
হৈমন্তী রূপের শীতল ঢঙে
মন মিশিয়ে মনের সঙ্গে
পবিত্র হবো,
তোমার মান ভাঙাবো।