উদরে খাঁখাঁ রদ্দুর, ও পাশে খাবার প্রচুর
খাবার নয় খেতে হয় মার
উদর! না বুঝে মরে, শরীরে যাতনা করে
বুঝেনি সে চৌহিদ্দিটা কার!
উত্তপ্ত মরু চত্তরে, শিশির বিন্দু কি পারে
তৃষিতের তৃষ্ণা করে দূর
সাগরে অথৈ জল,  মরুর নেই সে বল
মরু চত্তরে করুণ সুর।
মেঘের বলয়ে উড়ে, জলরাশি দেয় ছুড়ে
তৃপ্ত বন বনানীর কুল
উদর পূর্তিতে নয়, জগতের এ বিস্ময়
অপচয়ে মাতামাতি প্রতুল।
সকলের জন্য নয়, এ সমাজ ব্যবস্থায়
কাঁধে কাঁধ রেখে পথ চলা
হীনমন্যতার চোখে অহরহ দেখে থাকে
পাশে থাকতে যায় না বলা।
সময়ের পরিসরে হয়তো বা যাবে দূরে
বৈসাদৃশ্য ভাবনার অবসান
উদরে দুদানা অন্ন, হন্যে হয়ে তার জন্য।
সহ্য করা লাগে শত অপমান।
ভুরি ভুরি নয় কভু, সম বন্টন হয় না তবু
শুধু বেঁচে থাকার সংগ্রাম
ছাড় দিয়েছে আরাম, বিলাসিতা হারাম
টিকে থাকতে নাই বিশ্রাম।