দিনগুলো যাচ্ছে বিষিয়ে
ভালোবাসা যায় মিলিয়ে
                কুচক্রীদের অত্যাচারে
রাম রাজত্ব প্রতিষ্ঠিত
গায়ের জোরে অধিষ্ঠিত
                ধাবিত সবে নির্বিকারে।


পথের কাঁটা তুলে ফেলে
হৈ হুল্লোড় সকলে মিলে
                জবাবদিহি কেউ নয়
রসের হাঁড়ি রসাতলে
কু্বুদ্ধিদাতা তলে তলে
                বড়ো আপনজন হয়।


ইচ্ছেমতো চলে যারা
অরাজকতার হোতারা
                দেখো বসে খুঁটির জোর
হাতের মুঠোয় আচার
প্রহসনে হয় বিচার
                লজ্জাহীন চশম-খোর।


প্রতিবাদ করলে কেহ
থাকবে না ধড়েতে দেহ
                মারপ্যাঁচ অন্যরকম,
বুঝতে চায় না হিসাব
মুখস্থ করেছে কিতাব,
                আছে অনেক ব্যাশকম।