শিশিরের ছোঁয়া লাগা মায়াবী সময়
আদরের হাতছানি ভারি মায়াময়।
মন আঙিনায় ভেজা ভেজা জল কণা
শুভ্রতায় মেখে দেয়া স্বচ্ছ আলপনা।


নুয়ে পড়ে ছুঁয়ে যায় নগ্ন পাদুকায়
বুঝানো যায় না কভু স্বল্প কারিকায়।
শিরি শিরি শিহরণ শরীরে কম্পন
ঠান্ডা শীতল পরশ বুঝে নেয় মন।


পাতা পল্লবের গায়ে ছোট ছোট কণা
হীমেল স্পন্দন মনে কম্পিত উন্মনা।
সূর্যের কিরণ পেয়ে হয়েছে অস্থির
রাতভর পড়ে থাকা এসব শিশির।


দেহ মন ছুঁয়ে যায় ভিজে উঠা ক্ষণ
বিন্দু বিন্দু জল কণা দেয় শিহরণ।
রাতের বেলায় এসে সুপ্ত পরিবেশে
ছিটিয়ে দেয়া শিশির নির্মল আবেশে।