ক্লান্ত শরীরে প্রদীপ্ত দর্পে হাতে বিজয়ের পতাকা
মুক্তিযোদ্ধাদের গর্ব হয়নি খর্ব ছুটে চলেছে ঢাকা
দেখেছি সেদিন দাঁড়িয়ে
গর্বের সীমা ছাড়িয়ে
প্রতিটি যোদ্ধার হৃদয়ে লাল সবুজ নিশান আঁকা।


স্মৃতিগুলোকে সামনে টেনে এনে দেখি
কুলাঙ্গার সন্তানেরা বলে নাকি মেকি।
বিজয় নিশান হাতে
আহত বুলেটের ক্ষতে
যোদ্ধাদের জন্য খোলা ছিল সব খিড়কি।


১৯শে ডিসেম্বর ভাটিয়াপাড়া পাকি শত্রুরা আত্মসমর্পণ করলে বিজয়ী মুক্তিযোদ্ধারা বাড়ির সামনে দিয়ে ঢাকা অভিমুখে যাত্রার ছোট্ট স্মৃতিচারণ।