পান্থপথে ক্ষণিকের আনাগোনা কিছু জানাশোনা
      কোথাও বিরতি নিয়ে মন হয়ে উঠে আনমনা,
            চলমান ক্ষিপ্র চঞ্চলতা
      অথবা বিবস বিহ্বলতা
ছুঁয়ে যায় নুয়ে যায় দেহ মনে অজানা অন্তর্বেদনা


আনাচ-কানাচ পানে দৃষ্টির পাল্লা ছড়িয়ে দেখা
      হাহাকার আহাজারি মর্মভেদী জীবনের রেখা,
            তোলপাড় চলে অহরহ
      সবকিছু ভারি ভয়াবহ
ক্ষণ কালে, ক্ষণিকের অতিথি নির্মম ভাগ্য লেখা।


সম্পদ সম্ভার অট্টালিকার প্রতিযোগিতা বলে
      প্রাচুর্যের দাম্ভিকতায় কদর্য আচরণে চলে,
            ভারসাম্যে বিহ্বলতা তীব্র
      বিলাসী ভাবনায় অত্যুগ্র
জগতের সম্পদ চিরস্থায়ী নহে কস্মিনকালে।


পান্থনিবাসে নৃপতি উন্মগ্ন রাজ্যে উদ্বিগ্ন রহে
      চারিদিকে অসহায় কতশত জ্বালাতন সহে,
            কাণ্ডজ্ঞানহীন কথা বলা
      উদ্দেশ্য বিহীন পথে চলা
তমসাচ্ছন্ন জীবন পান্থপথের নিমিত্তে নহে।