বাতাসে আগুন জ্বলছে ফাগুন
আরক্তলোচন শিখা
ইতিহাস হয়ে দিন যায় বয়ে
পান্ডুলিপি হয় লিখা।
পলাশ শিমুল হয়েছে ব্যাকুল
নিরূপণে পায় কষ্ট
পথের আচার কোথায় বিচার
চারিদিকে সব ধৃষ্ট।
লোহিত রুধির এহেন বধির
উজানে উঠেছে ঢেউ
কাতর উরবি বাজেনি পূরবী
বুঝে না তাহারে কেউ।
উদয়ের পথে আত্মাহুতিতে
আধার যোগানো পণ
ফাগুনের মাসে ঘুরে ঘুরে আসে
স্মৃতি বিজড়িত ক্ষণ।
বসন্তী ডাকে ঘুম ভেঙ্গে থাকে
অতীতের কত স্মৃতি
এমনি আমেজ জীবন সতেজ
ভুলতে বসেছি সৃতি।
কলিজা শোণিত কাগজে বর্ণিত
জাতির একটি অঙ্গ
কতো যুগ আগে জাতি অনুরাগে
জীবন করেছে সাঙ্গ।
দিয়েছে আহুতি হয়নি বিচ্যুতি
রাজ-বর্ত্মে রাখা প্রাণ
শহীদ স্মরণে হৃদয়ে ধারণে
শত কোটি দেয় সম্মান।