আমি হারিয়েছি ভাই, হারিয়েছি বোন
আজো খুঁজে পাইনি মাতাপিতা প্রিয়জন,
অসহায় ঘুরি-ফিরি দ্বারে দ্বারে এখন
তাড়িয়ে দিয়ে বলে তোর কী প্রয়োজন?


নিজের জন্য দরকার শুধু আহারের
দেখে যেতে হয় চাকচিক্য আর বাহারের,
রূপ দেখে মুগ্ধ হয়ে থাকি পাতা-বাহারের
বিনা দোষে স্বাদ পেয়েছে শরীর, প্রহারের।


অপরাধ জন্ম নিয়েছে বুঝি অনাহারে!
সমাজের কিছু সাধু  নামের দুর্ব্যবহারে,
সাক্ষী করে রেখেছে হাজারো সংহারে
সহানুভূতির নাম কামিয়েছে ইস্তাহারে।


দায়-কার কি দরকার আমার অস্তিত্ব
হতে পারিনি সৎ-কর্মে কখনো বিশ্বস্ত,
চটু- কটু কথায় হয়েছি সর্বদা আশ্বস্ত
ধামাচাপা দিয়ে হয়ে গিয়েছে বন্দোবস্ত।


সুশীল সমাজ দায়িত্ব নেয়নি আমার
নেয়নি স্বার্থান্বেষী আমলা সরকার
সাধ্যমত মানুষের করেছি উপকার
উপকার পেয়েছে বড় বড় অফিসার
বেওয়ারিশ আমি হয়ে আছি রাস্তার
জীবনে স্থান পেয়েছে শুধু হাহাকার।