পাখি তুমি নিয়ে চলো মেঘেদের দেশে
ভালোবেসে যাব দেশে মেঘে মেঘে ভেসে।
তারা থেকে বাতি নিয়ে দেশে জ্বেলে দেই
ঝিকিমিকি আলো দিয়ে মন ভরে নেই।
মিটি মিটি জ্বেলে বাতি দেশটির মাটি
সাজিয়ে গুছিয়ে তারে করি পরিপাটি।


চাঁদের আলোয় দেখা রূপালী স্বপন
আলোর দীপালি দেখে ভরে যাবে মন।
দলে দলে যায় চলে মেঘ ভেসে ভেসে
ভেসে থাকা মেঘ নিয়ে যেতে চাই দেশে।
মনপোড়া দেশজোড়া মনের মানুষ
ছড়ানো ছিটানো বুকে জ্বলে উঠা তুষ।


ভালো থেকে ভালো লাগা মায়ের সে মুখ
চোখে দেখে পেয়ে যাবো মন ভরা সুখ।
সুখের দুখের দেশে যাবো ভালোবেসে
সুখ দুখ সাথে নিয়ে থেকে যাবো শেষে।
পিদিম জ্বালিয়ে দেশে ঘুরি হেসে খেলে
জানি আমি খুশি হবে মেঘে ভেসে গেলে।