নদীর কিনারে পুরনো দেহারে
পূণ্যার্থী সমাগম
দূর গ্রাম হতে দেখি কোনমতে
অনেকের অভ্যাগম।
পূজোর ছুটিতে গ্রামের বাটিতে
অনেকের আগমন
পূণ্যের আশায় মনের ভাষায়
সেখানে কেহ উন্মন।
সাজানো-গোছানো নৌকায় এখনো
দলে দলে আসে যায়
টইটম্বুর যাত্রী ভরপুর
পারাপারের খেয়ায়।
পসরা সাজিয়ে বাজনা বাজিয়ে
বিকিকিনি অবিরাম
ছোট ছেলে মেয়ে খেলাধুলা পেয়ে
করে না আর বিশ্রাম।
পূজোর খুশিতে গণ সংগীতে
মাতোয়ারা সবে মিলে
বটমূলে ঘেরা এলাকার সেরা
লোকারণ্য তিলে তিলে।
পুণ্যার্থী যায় বেসাতি সাজায়
মণ্ডপে প্রসাদ নিয়ে
বন্টন হবে বিলাবে তবে
ঋত্বিকের হাত দিয়ে।
ভিড়ভাট্টা ঠেলে ছোট ছেলেপিলে
প্রসাদ আনতে যায়
নির্মল স্বাদ পূজোর প্রসাদ
তৃপ্তিতে মন জুড়ায়।
মাটির গন্ধে মন আনন্দে
ঘুরা-ফেরা পাড়াময়
রাখালের বাঁশি তৃপ্তি রাশি রাশি
মন ভরা মায়াময়।