কলম ধরে লিখতে বসে
লেখার কিছু নেই
চলার পথে চলতে যেয়ে
পথের শেষ নেই
ছবি আঁকার সময় ভাবি
কোথায় ফোঁটা দেই
মনের দোলা সারাটি বেলা
তার নাগাল নেই।
জীবন রথে চলার পথে
বাধার মধ্যে থেকে
লেখার আলো জ্বালিয়ে গেল
মনের মধ্যে ডেকে।
সময় পেলে লিখতে গেলে
মনের কথা শেষ
লেখার রথে শেখার পথে
সময় লাগে বেশ।
কোথায় যাবে সহজ ভাবে
লেখার দরকার
সহজ কিছু কথার ছলে
লিখা হয় না আর।
কথার ভাষা লেখার আশা
যাতনা দেয় যত
লেখা না হলে ভিতরে জ্বলে
পুড়ে হৃদয় তত।