সময়ের এ আননে জীবন কাননে
কত কথা ভেসে আসে মনের গগনে।
স্মৃতিমাখা মনে রাখা আলেখা প্রশাখা
লৈখিক হবার আগে খুঁড়েছে পরিখা।


লুকিয়ে চুরিয়ে ভাসে গভীর মননে
প্রকাশিত হতে চায় সহসা এক্ষণে।
বিন্যস্ত অক্ষর করে কাননে ভ্রমণ
কথামালার বিন্যাসে প্রমোদ রমণ।


প্রস্ফুটিত কথাকলি কাননে নন্দিত
ভাবের আবেগ নিয়ে সহসা বন্দিত।
পাল তোলা ভঙিমায় আপন ধারায়
লেখনীর ছোঁয়া পেয়ে কাব্যে শোভা পায়।


অলস বিলাস ছেড়ে উঠেছে দাঁড়িয়ে
লেখনী আঁচড় কেটে দেবে তা ছড়িয়ে।
বোঝা বয়ে সোজা পার করে দেয়া দিন
ভাবাবেগে বসে থেকে হবে না প্রবীণ।