"মাটি,একতাল মাটি
জীবন থেকে মৃত্যু সাজান পরিপাটি
মাটি,একতাল মাটি .........।"


উইপোকারা খেয়ে গেল পিচরাস্তার পিচ
জেনে রোদ অজানা প্রত্নভাষা, চুপ-নিশ্চুপ ......


হাওয়ায় দোলায় য়ুক্যালিপ্টাসটা অনমিত
দিন বদলের তাড়ায়
শব্দ নেই গণ্ড়ুষে ......


প্রগাঢ় নৈঃশব্দ খোঁজে পায়ের তলার মাটি


মাটি, মাটি খুঁড়ে লাশ, লাশ খুঁড়ে প্রত্নজীবন ......


নীরব ভালবাসার বহুবর্ণ নিদর্শন, শেখায় --
সূর্যোদয়ের প্রত্যাসন্ন পাঠ, খোলা পশ্চিম বারান্দায়
থমকে আছে বহু বর্ণময় সূর্যাস্ত ।


আশার কথা;
এখনও  বেঁচে আছে ভুঁইফোড়ের দল,
এখনও কিছুটা ঊত্তাপ টাটকা তাজা তাজা,
এখনও সবখানে খুঁজি
টাটকা গনগনে উনুনরাঙা মাটি ......।