কৈশিক জলের খোঁজ কাব্য সুপ্তবীজে
বাক্যবন্ধখানি রয় না সুসংবদ্ধ,
উপচে পড়ে ঝারির সোহাগবিন্দু
অক্ষরের বীজপত্র ভেঙে মুখ তোলে ধরণীনাশী;
সবুজারক্ত জারকে নীলাকাশ রাঙে
ঢিল ছুঁড়ে তোলে ঢেউ, হয় আনন্দ-সিনান ।।


চগড়া চাগড়া হয় ভালবাসার পেজমারকার
লেয়ার গেছে নেমে, তগিদা বাড়ে--
সমবেত সুধীবৃন্দের জীবন-সুধা পানের ।।


মৃতদের কবর সুড়ঙ্গ ছেড়ে জীবনের হাত ধরতে
বৃক্ষরোপণের নতুন অক্ষরায়ণ, হোক-
নিরবিচ্ছিন্ন উন্মেষে ।।