স্মৃতিকে খুঁজোনা
বিভ্রান্ত হয়ে
হারিয়ে ফেলতে পারো নিজেকে
ঘোলা জলে
প্যাঁকাল মাছের মতো ...


স্মৃতিকে খুঁজিনা
তবুও হেরাফেরিতে
ফের ফিরে ফিরে আসে


কখনও উৎফুল্ল হই
হাসি একা-একা বোকার হাসি
কখনও হারানোর বেদনায়
মুক্তা  তুললে
হাহাকার প্রতিধ্বনিত হয়


কখনও দাঁড়াই মুখোমুখি সমরে ......


স্মৃতিরা ছাড়েনা পিছু
ক্ষতরা থাকে ভেসে
একলা নাবিক হয়ে ......


জন্মান্তরে বিশ্বাস জন্মে


পাতার পর পাতা উল্টায়
ক্রমশ ..................