বিভাকর যেমন বিভাবরীকে,
বিদায় জানিয়ে,
দিনকে উদ্ভাসিত করে,
ঠিক তেমন করে,
তুমি আসলে,
ক্ষণিকের জন্য,
আবার চলেও গেলে।


দক্ষিণা ঝড় যেমন,
কালো মেঘের মাধ্যমে পূর্বাভাস দেয়,
তেমন কোন,
সতর্ক সংকেত ছিলো না,
তুমি আসবে বলে,
তবে মন পাড়ায় খুনসুটি শুরু হয়েছিলো,
থাকবে না কি চলে যাবে!


অবশেষে চলে গেলে,
আমার ভাগ্য বলে কথা!
কেন জানি বিদায় বলতে যেয়ে,
সামান্য অশ্রু জমা বেঁধেছিল,
তোমার ভালো বাসার বহিঃ প্রকাশ,
না কি বিদায় বেলার অভিমান!


তবুও তোমার বিদায়ের মনোরথ,
বিদায় কে জানালাম,
শুভেচ্ছা চির অভিনন্দন।