কখনো কি মনে পড়েছিল?


তোমার আমার মনটাকে যতদূর,
সম্ভব নিয়ে যাবে লাল শালুক এর,
মতো মায়াবী সুন্দরীর পত্র লিপি।


যেতে যেতে থমকে যাবে তুমি,
কখনো কি ভেবেছিলে মন তুমি?


আমি সেই থেকে উপলব্ধির,
কাঠগড়ায় দাঁড়িয়ে তোমাকে,
তোমার নিজেকে হাজারো বার,
প্রশ্ন ছুড়ে দিয়েছি উত্তর শূন্য,
শূন্য হয়ে ফিরে এসেছে পুরাতন,
ডাক বাক্স টা তে!


আজ আমি হয়তো বেচে আছি,
সামান্য কিছু পাওয়ার আশায়,
মরীচিকা নও তো আবার?
কাছে গেলে হারিয়ে অন্য কোথাও,
প্রচণ্ড খরায় সামান্য তম,
দুরে থেকে, গেলেই উধাও!


এমন কোন বাঁধন ছিলনা যে,
যে তোমাকে বেধে রাখতে পারতাম,
যা ছিলো তা অনেক আগেই,
ক্ষয়ে বসেছি।


কখনো কি মনে পড়েছিল?
হাজার ও কবিতায় লেখা,
একটি অনুলাপ,
ভালোবাসি-ভালোবাসিবো তোমায়,
তোমার সেই বর্তমান কাল,
আর ভবিষ্যতে রূপ নিবে না,
কখনো কি মনে পড়েছিল?