তোমার স্বপ্ন বুননে ,
আমার স্বপ্নের মরতে মরতে বেঁচে থাকা ,
তোমার স্বপ্ন পূরণে তোমাতে আমি ,
আমাতে নাই তোমার পথ চলা ।
আর কয়টি প্রহর থেকে গেলেই,
রিদয়ের সব আয়োজনে,
ক্লান্তির রক্ত ক্ষরণে এনে দিতাম,
তোমার সব প্রজাপতির ডানায়,
ঝাপ্টা দিয়ে চলা,
স্বপ্নের আল্পনা।
পূরণ আমি করেই দিতাম,
তোমার স্বপ্নে আমার বেঁচে থেকেও মরা।