এখন কেন লুকোস ওরে মিথ্যে বুলির ঝুলির আড়াল?
আয় তো সমুখে ঝাঁটাবাড়ি খেতে,
ওরে ব্যাটা বর্মী চাঁড়াল।
লেজগুটানো কুকুরের মত
লাথিতে লাথিতে হবি রে হত
কপালে জুটবে তত অবিরত
চড়, কিল, জুতো, ঘৃণা, গালাগাল।


শুনেছি এখনো নিজেদের তোরা ভাবিস 'মানুষ' বলে!
হায়! অবলীলায় হাজার মানুষ পিষে ফেলে পদতলে।
ওহো ভুল হলো, তোদের আবার 'নোবেল' রয়েছে বুঝি!
তবে অংসান বলুন তো দেখি খোলাখুলি, সোজাসুজি -
কোন্ মানবতা কবে সায় দেয় -
রাতের অন্ধকারে
অসহায় বুকে অবিরাম গুলি চালাতে নির্বিচারে?
কোন্ মানবতা দেয়নি গো ঠাঁই আর্ত, নিরস্ত্ররে
অথবা অবোধ নিষ্পাপ শিশু ঘুমিয়ে মাতৃক্রোড়ে?


ফের ভুল হলো, বর্মী আবার জবাব দিয়েছে কবে -
বিবেক-প্রশ্নে? দেবে তো কোথাও উত্তর পেলে, তবে।
জেনে রাখ, যারা হয়েছে কাঙাল
যাদের রক্তে নাফ নদী লাল
তারাই আবার এসেছে ফিরে হয়ে তোরই অভিশাপ।
তাদের চোখেই জ্বলছে তোদেরে ছাই করা উত্তাপ।


কে জানে, এসেছে কার রূপ ধরে, এবার যে প্রতিশোধ,
নিঃসীম ভয় তলিয়ে কোথায়, চোখে সীমাহীন ক্রোধ।
মাতম ছাপিয়ে, দু' হাতে চাপিয়ে বুক চাপড়ানো শোক
মানুষ জেগেছে উপড়াতে আজ তোদের রক্তচোখ।


২৯ আগস্ট ২০১৮