গর্জিয়ে ওঠো মুসলমান,
হিন্দু, বৌদ্ধ কি খ্রিস্টান।
সত্য-ন্যায়ের ঝাণ্ডা তোল হে,
শিরে তোল বীর শিরোস্ত্রাণ।


জুলমাতে আজ ঢাকছে পৃথিবী,
ঝলসিয়ে গেছে নীল আসমান।
সে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ধরব
মানুষে-মানুষে ঐকতান।


চোখ খুলে দেখ মূর্খ কি জ্ঞানী
বিবেকহীন কি বিবেকবান,
বলছে কি গীতা, হিন্দু-পুরান,
খোল বাইবেল, খোল কুরআন।


যাদের আঘাতে মানবতা কাঁদে
ধূলায় হয়ে ভুলুন্ঠিত,
ফিরে তাদেরকে লুটাতে ধূলায়
কে কবে হয়েছে কুন্ঠিত?
আমরা জেগেছি, বিশ্ব জেগেছে,
জেগেছে মানুষ শঙ্কাহীন।
গগণবিদারী তুলছে আওয়াজ -
"ফুরিয়ে গিয়েছে তোদের দিন"।


চেয়ে দেখ শয়তান -
ছেয়ে গেছে ময়দান!
জনসমুদ্রে ভাসছে পৃথিবী,
প্রাণহীন বুকে প্রাণ।
মানব, এক হয়ে গেছে ঐক্যের ডাকে,
দিশাহারা তুই তাগুত বিপাকে।
চারদিক জুড়ে প্রবল প্রতাপে
সত্যের উত্থান!