আমার দেশের সোনার ছেলে
দাঁড়াই পথের ধারে
নারী দেখলেই পিছু নেয়
বেসুরো গান ধরে।
বখাটের লালসাতুর দৃষ্টিতে
ভেসে যায় নারীর দেহ
স্কুলগামী ছাত্রী,কর্মজীবী নারী
বাদ যায় না কেহ।
কত রমণী ঘরের কোণে
অঝোরে অশ্রু ঝরাই
কত কিশোরীর অকাল বিয়ে
ইভটিজিং এর জ্বালায়।
"হে পুরুষ,
চক্ষু তোমার কর অবনমিত
হে নারী,
কর তুমি পর্দা নিয়মিত।"
নারী পুরুষ সকলেই যদি
মানে আল্লাহর নির্দেশ
অচিরেই সবে হবে নিরাপদ
ইভটিজিং হবে নিরুদ্দেশ।