আমি নিজেকে খুঁজে ফিরি  
প্রতিদিন একটু একটু করে—  
আয়নার ভেতর যে মুখ তাকায়,  
সে কি আমি, নাকি অন্য কেউ?  

আমার ভেতরে কেউ থাকে,  
যে আমার চোখে চোখ রেখে  
অনেক প্রশ্ন করে,  
কিন্তু কখনো উত্তর দেয় না।  

আমি হেঁটে যাই রাস্তায়,  
পায়ের শব্দ শুনি,  
কিন্তু কে হাঁটে আমার পাশে?  
কে বলে, "থামো, এখানেই শেষ"?  

আমি চোখ বন্ধ করলে  
অন্ধকারে আলো জ্বলে,  
আর সেই আলোয় আমি দেখি  
আমারই ছায়া,  
যে আমাকে চিনতে চায়,  
কিন্তু পারে না।  

আমি নিজেকে খুঁজে ফিরি,  
আর হারিয়ে যাই নিজের ভেতর,  
যেখানে আমি একা,  
তবুও কেউ একজন  
সব সময়ই আছে।