কে যে কারে ধ্বংস করে
হিংসার এ গাঙে,  
কূল ভাঙতে গিয়ে ঢেউ,
নিজে আগে ভাঙে।  

হিংসার আগুনে পুড়ে ছাই হয় যে মন,  
বিজয়ের মালা গাঁথে না কভু এমন জন।  

যে ফেলে পাথর অন্ধ কুয়ার জলে,  
আলো হারায় তার চোখ, অন্ধকারে ভুলে।  

ভাঙার নেশায় মত্ত যে দিন রাত,  
সৃষ্টির সুখ সে কি বুঝবে কভু, হায় রে সাথ!  

গড়ার মন্ত্রে জাগুক হৃদয়,  
হিংসার বদলে ভালোবাসা হোক ক্ষয়।  

ধ্বংসের পথে নয়, গড়ার পথে চলো,  
সুন্দরের জয়গানেই জীবনকে ঢালো।