আমি ছুতে পারি রাত
যদি তুমি বলো হাতটি মোর ধর
চাঁদেরকণা গুলো মুষ্টিমেয় করো
অধঁরায় হারাব হব নির্বাক।


গোলাপের চারিপাশ গন্ধরসে ভরা
কাটায় গেঁথেছে মোর রক্ত বিন্দুকণা
যেথায় ফিরে পাবার আশায় তোমার অপেক্ষা
সোমবার আসে না আর ভোর বেলা।


জলে মিশে আজ আমি পদ্মপাতা
টলোমলো করছে আমার শিরাউপশিরা
যেথায় গেঁথেছি আমার অন্ত্রক্ষত বীণা
ফুলেশ্বরী তুমি যে আমার কবিতা।


তারেক,
ময়মনসিংহ ।