চিন্তা বা মনে বা স্বপ্নে মিলে
অনুভূতিদের ছুটাছুটি বেড়ে চলে
প্রেম ভালোবাসা কেমনে মিলে?
সেই ভাবনায় হরিণীর চোখ কাত্রে উঠে।


গহীন মনে হিমালতার ঝর্ণাধারা
বিধাতার পাণে কেঁদে মরে
মরু গাছের তরে হিয়ার কাতরতা
সুধায় হরিণী দুঃখ ভরে
প্রেম ভালোবাসা কেমনে মিলে?


কেমনে মিলে তাঁহার সঙ্গ?
নীলাকাশের দূর নীলিমাতে
বিষন্নতা তাঁহার হাসির মাঝে
ফোটে উঠে অশ্রুধারাতে।


প্রেম ভালোবাসা কেমনে মিলে?
নিঃসঙ্গতা তাঁহায় জুড়ে
কুড়ে পুড়ে ছারখারে
যৌবন তাঁহার ঢলে পড়ে
ভালোবাসার মানব কেমনে মিলে?