স্বপ্ন ঘরের চালে অনলের ধোঁয়া
এক জলন্ত মশালবাহক করিল নাশ
সুখ শান্তি বেদনাময়তার জালে আটক
আচমকা দমকা হাওয়ায় অগ্ন্যুৎপাত।


জলন্ত কুণ্ডলীর শিখালয়ে
অন্তর পুরে ফোস্কা পড়ে চিৎকারে
যমুনার কালো জলে
ময়লার তীব্র স্রোতে নাহি নিভে অনল
দাউ দাউ করে গর্জে উঠছে গগন পাণে।


ভুলতে না পারি হৃদ খরতাপ
হাত ধরে হাটা প্রহর সন্ধ্যা
সব হলো জলাঞ্জলি একেলা কাটে রাত
হৃদমাজারে আজও তোমারি মূর্তি আঁকা।


স্বপ্ন বুনে ছিলে কার্নিশে রেখে মাথা
বুক পাজরের মাঝে করলে আঘাত
মনে কি পড়লো না জোছনা রাতের কথা?
জোনাকিপোকা রেখে সাক্ষী বলে ছিলে কবুল।


আজ ভালো আছি তুমি ছাড়া একা
কি হবে নিয়ে ছলোনাযুক্ত প্রেম ভালোবাসা?
কল্পনাতীত ছুড়ে ফেলেছি গহীন অরণ্যে
শুধু ভুলিনি সেই রাতে মশালবাহক ছিলে তুমি।