মা হারা ছেলেটি আজ খুব একা
ক'দিন আগেও মা ছিল খুব কাছে
পাশে বসে গান গাইত ঘুম পাড়িয়ে দিত
নিজের হাতে যত্ন করে খাইয়ে দিত।


কোথায় যাবে ছেলেটি থাকবে কার কাছে?
কে নেবে ছেলেটির দায়িত্ব সুখ দুঃখ ভার?
মা নেই যার তার বেদনা কে বুঝবে আর?
আমরা সবাই সুখী মানুষ মা আছে সবার।


ছেলেটি আজ খুবই মন মরা
আগলে ধরে কাঁদছে বিভর মায়ের কবর পাশ
মা মা করে ডাকছে অনেক শায় নাহি পায়
কাঁদতে কাঁদতে ভিজিতে দিল চরণমৃত মার।


আকাশ সমান দুঃখ তাহার মা নেই তার
বাবু বলে ডাকবে না কেউ এইবার ঘরে আয়
খেলাধুলা অনেক হইছে এইবার পড়তে বস
বাবা এলে বকবে অনেক মাথায় ঘুরে মার।


ছেলেটি মোর বিপরীতে কারণ মা আছে আমার
তাই আমি দুঃখ বুঝি মা নেই যার
মায়ের কবর ভাবা কঠিন একটা কাজ
ছেলেটি আজ সেটাই ভাবে মন গহীনে পুড়ে মরে।


চাই না আমি মা হারাতে
মায়ের আদরযত্ন থেকে দুরে থাকতে
ছেলেটিকে বললাম আমি,
তোমার মা নেই কে বলেছে?
মা তো তোমার আছে বেঁচে অনুভব কর মনের মাঝে।


কেঁদো না আর এস এবার আমার সাথে
মা পাবে খুঁজে আমার ঘরে
আমার মা যে তোমারি মা আর ভেবনা
তোমার মাকে খুঁজে পাবে আমার মায়ের কোলে।