চন্দ্র হবে বিতাড়িত মুখখানি তোমার দেখে
টলোমলো চোখ খানি মায়ামি বলছি কসম ধরে
স্পন্দন আমার যায় থেমে ছায়া তোমার পেলে
চিরতরে হাতটি ধরে ইচ্ছে করে পাড়ি দিতে।


হারাই আমি অজানাতে দূর বিদেশের প্রান্তে
তোমার দেখা না পেলে প্রাণ যে মরে মরে
বুকেপিঠে চাপা লাগে চোখের আড়াল হলে
ভালোলাগা বেড়ে চলে হিয়ায় টান পড়ে।


ভাবনা গুলো জমাট করে রেখেছি মেঘের দেশে
বৃষ্টি এনে ঝড়াব তোমার বক্ষপিঞ্জরে,
ভেতর বাড়ির দাড়িয়াবান্ধা করিও মোরে
আমার চোখে তাকিয়ে দেখ আকাশমণি পাবে।


কপাট আমার স্পর্শ কর পুরো পৃথিবী পাবে
দিব তোমায় উজাড় করে অনিন্দ্য ভরপুরে
অমৃত চাহিনা আমি, তার থেকে কম নও তুমি
চাহি আমি একটুখানি তোমার প্রেমের সুরকালী।


দিলাম তোমায় ছিল আমার যতটুকু মায়ামি
ঢেউখেলানো বাতাসে ফিরে এস মোর ছায়াতলী
কুটিরে রাখব তোমায় রাণী করে মনোরাজ্যে
সিক্তপ্রভায় হাটব তোমার কমলতাকে ঘিরে।


ইচ্ছে গুলো বাসনাপূরণ করতে চাই একঘরে
বলো তুমি কবুল বলে রবে মোর কুঁড়ে ঘরে
আসছি আমি তোমার কাছে স্বপ্ন গুলো বুনে
পথেরকাঁটা রেখো সরিয়ে পা ফেলব নির্জনে।