নামটি না হয় থাক অজানা
সৌন্দর্যে ভরা তাঁহার অঙ্গখানা
দেহলতার ঝলকে ঝড়ে পড়ে হীরের টুকরা
হেলে দুলে চলা যেন সাক্ষাৎ দেবী চন্দ্রিমা ।


সোনায় মোড়ানো মাটিরখণি
দেখতে ভারী চাঁদ রূপালি
মনটা তাঁহার নরমসুরে বাজায় বাঁশি
নীল পাখিরা ভর করেছে তার উপরে।


ঠোঁট হাসিতে তাঁহার মুক্ত ঝড়ে
চাহনিতে তাঁর আকাশে তারারা ছুটে
কথা গুলো ভরা শ্রুতিমধুরতায়
কণ্ঠে যেন পদ্মফুল ফোটে।


তরুলতারা মাথা ঝুকায় তাঁহার চরণে
দেবী যেন ভর করেছে তাঁহার রুপেতে
চক্ষুকর্ণ চমকিত তাঁহার অঙ্গ ঝলকানিতে
কেশোবরণ ইশারাতে লজ্জাবতীও লুইয়ে পড়ে।


সহজতা মিলে তাঁহার মনের মাঝে
হৃদয় দিয়ে আগলে রাখে
ভালোর সাথে ভালোবাসে
মন্দ হলে কঠিন রুপেয়া ভেঁসে উঠে।


তাঁকে চেনা খুব সোজা না
নিকট ভিড়েছিলেন তাদের কথা
আমি বলি তুচ্ছজ্ঞানে
তাঁহার মাঝে পরীরা বাস করে।


কবির সাথে তাঁহার দেখা
হয়েছিল কোন এক চলার ক্ষণে
সেই থেকে ভাব জমেছে মনে মনে
কবির সকল শ্রদ্ধা ভক্তি তাঁহায় ঘিরে।