নীরবতা ভর করেছে চারিপাশে
বিদায় বেলায় শব্দের কান্না,
নিঃশব্দ ছুটতে বাধা খড়কুটা
পাতার মড়মড়ে আওয়াজ ধীরে চলা।


নিঃশব্দের মৃত্যু মায়া কান্নার কানাড়ি
হুট করে বিস্ফোরণ চুপচাপ চারুলতা,
থেমে নেই শব্দ কানে বাজে ঝি ঝি পোকা
ফড়িঙ্গার পাংখা ভেংগে লুটে পড়া।


নিস্তরঙ্গ হয়ে যাক নিস্তব্ধ
অনুপুঙ্খ ভেতরে লহর বয়ে চলা,
লুটেপুটে একপাশ ধীরেধীরে ভাঙল দ্বার
হোচট আংগুলি ভেঙে পা ফেলা।


কিসের টান যেথায় থরথরে কাপালিক
ভুল যদি হয় বিদায়ে শবে চড়া,
টুপটাপ নিশঙ্ক দেয়ালি আবদ্ধ
শব্দঋণের সাথে মিশে কাঠুরিয়া।


তারেক
ময়মনসিংহ