ফাল্গুনী তুমি বড্ড বেসামাল
কেন দিলে বসন্তের হাতছানি?
প্রিয়তা আমার,
আজ বসন্তের নীড়ে একাকার।
বসন্তেরকোকিল,
আজ হিংসে করি তোমায়
তোমার কণ্ঠসুরে ব্যাকুল তার প্রান
আমার বাঁশি হয়েছে বেসুরা
বাজে না মোর করূন সুর তার হিয়ায়
বসন্ত হিংসে করি তোমায়।
মেঘ দিলে তো আমায়
সিডর হবে দেখো নিও
তোমার পূবালি হাওয়ায়,
বসন্ত আমি হিংসে করি তোমায়।
আমি হিংসে করি তোমায়,
আমি হিংসে করি তোমায়।।