এই আজ আমি কাল থাকব না ভুবন বাজারে
অর্থ মোর শেষ পথে পুঞ্জিখানা খালি থলে,
চাওয়া পাওয়া আজ বহু দূরবেধী নিত্যকালে
দিচ্ছি পাড়ি তাই এই শহরের কাটা তারের সীমানাকে।


অন্তর পুড়ে আজ কয়লাখনি বিক্রি হবে কোটিরুপি
কিসের জন্য এসেছিলাম আমি এই ভুবন তলে?
কিসের মামায় আটকা পড়েছি এই রুদ্রাক্ষমালায়?
কি চায় মোর কাছে কিসের পাওনা এত এই মাটির দেহে?

না ফেরার দেশে দিব পাড়ি পিছনদিক না তাকানোর প্রতিজ্ঞা
আমি হতভাগা এই শহরের যোগ্য আমি না হয় তো আবর্জনা,
নর্দমায় ভেসে বেড়ানো আর কতদিন স্থায়ী ঠিকানা চাই;
যেটায় থাকবে না কারো হাত সৃষ্টিকর্তার আদেশ একমাত্র মান্য।


বিদায় তোমাদের হে প্রিয় অপ্রিয় মানব জাতি
চলিলাম সেই খানে যেথায় সর্গ নরক দুটোই মিলে,
স্মরণে রেখো না কেউ এই ছোট্ট কচুরিপানাকে;
বিদায় হে বন্ধু, বিদায় হে আপনজন, বিদায় হে মাটির দেহের জাতি।


তারেক
ময়মনসিংহ
০৪/০৪/১৮