কত দ্রুত বয়ে যায় বেলা

কত দ্রুত বয়ে যায় বেলা
কবি
প্রকাশনী চলন্তিকা
প্রচ্ছদ শিল্পী আল নোমান
স্বত্ব লেখক
প্রথম প্রকাশ ডিসেম্বর ২০২২
সর্বশেষ সংস্করণ ১ম
বিক্রয় মূল্য ২০০

ভূমিকা

বিমূর্ত কিংবা মূর্ততার প্রতীকে বায়বীয় সময়কে কখনই আবদ্ধ করা যায় না। এবং সময়ের গতি-প্রকৃতি, রূপ-রেখা, বর্ণ-গন্ধ কোন কিছুই পৱিমেয় নয়। তবে কোন চিহ্ন স্মারক, সৃজনশীল নির্মাণ, কবিতা কিংবা গল্প, কোন স্থানিক সৌন্দর্য সময়ের ইজেলে ক্যানভাস হয় ধরা দে মূর্ত কিংবা বিমূর্ত প্রতিভাসে। কত দ্রুত বয়ে যায় বেলা গতি এবং দ্রুতির সমান্তরাল সময়কে ধারণ করারই অন্তরগত প্রেষণা, উদ্দীপক অনুকৃতি, আর বিপ্রতীপ বর্ণনা বিন্যাস। এলোমেলো পংক্তিমালায় যে গৌরচন্দ্রিকা তা যেন ক্ষরণের মধ্যে দিয়ে অদমনেরই নামান্তর। কবি তারিক মল্লিক তার ক্ষরণ আর অবদমনের গভীর ক্ষত সৃষ্টি করেন "কত দ্রুত বয়ে যায় বেলার" বিসতৃত বিপন্ন ক্যানভাসে।

উৎসর্গ

আমার বুবু বুড়ি ফারজানা, আফসানা, রেহানা, সোনিয়া