চোর তুমি বলবে কারে
কে করে না চুরি?
কাদের যেন সুনাম ছিলো
তলা বিহীন ঝুড়ি?
জগৎ জুড়ে এমন ঝুড়ি
আছে ভুরি ভুরি!
চোর হিসেবে দক্ষ তারা
নেইকো তাদের জুড়ি!
চোরের সূচক থাকতো যদি  
দেখতে বাহাদুরি!


চোরের আবার ঘুম আসেনা
তুলার বালিশে!
টাকা দিয়া বানায় বালিশ
ঘুমায় আয়েশে!
দক্ষ চোরের জাদু মন্ত্রে
রড হয় যায় বাঁশ!
বোকা মানুষ গর্ব ভরে
করছে সেসব ফাঁস!


এতো কষ্টের চুরির টাকায়
কে বসাবে ভাগ?
একজোট হয়ে চোরেরা সব
দিচ্ছে জোরে হাঁক।
চুরির টাকা পাচার করে  
দেশে বিদেশে।
মঙ্গলে যে ব্যাংক বানাবে
থাকে হুতাশে!  


চুরির টাকা পাচার হবে
কি বা তাতে ক্ষতি?
সাদা টাকার কারসাজিতে
হচ্ছে উন্নতি!


চোরে চোরে মাসতুতো ভাই
চোরের রাজত্বে।
চোরের মায়ের বড় গলা  
চোরের বীরত্বে।


দেশের মানুষ হচ্ছে ধনী
চোখের পলকে!
চোরের যত সহকারী
নাচে হুজুগে!
গরীব দুঃখী গর্তে পালায়
চোরের ধমকে!
কিছু মানুষ এরই ফাঁকে
চুরির হিড়িকে!
চুরি বিদ্যা শিখতে গিয়ে
পড়ছে বিপাকে!


২০২১ ১১ ২৪