জ্ঞানে মানে বড় হয়ে
মন কি আমার সুস্থ
যখন আমার চারিদিকে
এতো এতো দুঃস্থ


অট্টালিকা প্রাসাদ গড়ে
সিদ্ধ মোদের হস্ত
দিন ফুরালে সুখের নীড়ে
কে বা হয় দ্বারস্থ


চার দেয়ালে বন্দী থেকে
হবে কি মন প্রশস্থ
সুখে দুঃখে সঙ্গী হতে  
করি কি আত্মস্থ


মুঠো ফোনে আঙ্গুল ঘষে
থাকি সদা ব্যস্ত
দূর আকাশে চেয়ে দেখি
বিশ্ব কত মস্ত


২০২২ ০৭ ১৫