নিত্য নতুন পড়ছে মানুষ
বিদঘুটে সব সঙ্কটে!
কেউ কি জানে, কার কপালে
বেমক্কা যে কি ঘটে?


এরই মাঝে চামচা শিয়াল    
চলছে ভারী চটপটে।
ঝোপ বুঝে কোপ মারে
জাহির করে দাপটে!


ভিজা বিড়াল শান্ত নদীর
জল করে যায় ঘোলাটে!
আম জনতা প্রমাদ গুনে
পাড় করে দিন ছটফটে!


বিজ্ঞ জনে  আলোচনায়
খোঁজে নগদ কারণ কি?
সংকটের বেড়াজালে
দেয় জনতা ভর্তুকি!


চোর-ডাকাতি খুন-খারাবি
করেছে মানুষ কত জন?
তাদের সবার আছে নাকি
হাভাত হাভাত অনটন?


যুগে যুগে করে যারা
পুকুর চুরি ও দুর্নীতি,
আছে বটে তথ্য প্রমাণ
তারা শুনি কোটিপতি!


ধনে-জ্ঞানে উন্নত সব
যুদ্ধবাজ "সাধু" জাতি,
বাক ভাষণে খৈ ফুটিয়ে
গাহে সাম্যের নীতি-গীতি!


কারো লোভের মাশুল দিতে
কেউ হয়ে যায় নিঃস্ব।
লোভের  টানে বিবেকহারা
ধ্বংস করে বিশ্ব !


লোভের বলি পাপাচারী
ধৈর্য হারায় বিবেক হারায়!
হিংসা ক্রোধে জ্বলতে থাকে
ন্যায় নীতিতে হয়না সহায়!


লোভে মত্ত লোলুপ মূর্খ
কোন তাড়নায় কিসের আশায়?
ক্ষণস্থায়ী এই জীবনে
বিত্ত বৈভব করে সঞ্চয়?


লোভের মোহে অনায়াসে
সত্যটারে চাপা দিতে,
স্বার্থান্বেষী লোভী পাপী
খুব সহজে উঠে মেতে।


লোভী মানুষ নগদ যা পায়
সব পেতে চায় সব খেতে চায়!
বঞ্চিত হয় কে যে কোথায়
তাতে তাদের কি আসে যায়?


কাদের লোভে মাশুল গুনে
দিশেহারা আম জনতা?
দিনের আলোয় তারা গুনে
আর কোন যে নেই ক্ষমতা!


ক্ষণিকের এই জীবনে
কর যদি লোভের দমন
সঙ্কটের ঘূর্ণিপাকে
কারো হবেনা শান্তি হরণ।


২০২২ ০১ ৩১