কোথাও বুঝি আছে একটা
শুভঙ্করের ফাঁকি
ধান ভানতে স্বর্গে যেন
কারা পাঠায়  ঢেকি
কারা আবার গলা ছেড়ে
গাইছে শীবের গীত
ধান বুনতে আষাঢ় মাসে
বানায় কাদার ভিত
চুনোপুঁটি একে একে  
যাচ্ছে রসাতলে
পাওনা দেনা রাঘব বোয়াল
মেটায় সুদাসলে
খালে বিলে টেংরা টাকি
হা পিত্তেশ করে
হঠাৎ করে চ্যাংড়া লোকের
ফান্দে ধরা পরে


২০২১ ১২ ০৮