ঘুমতো অনেক হলো,
এবার আঁখি খোলো।
শোনানি কি আজান?
ভোরের পাখির গান?


জলদি উঠে পড়ো,
সযত্নে ওযু করো।
পড়তে হবে ফজর
দিও না কোন ওজর।


এমনি করেই সব মুমিনের
নিত্য দিনের শুরু।
আর সৃষ্টি যত তোমার রবের
সূর্য,পাহাড়, তরু।


নামাজ শেষে যাও বেরিয়ে
রুজির খোঁজে যত।
দেখবে হেথা থাক ছড়িয়ে  
রবের কৃপা কত।  


দুপুর হলে নাও বিরতি
ভুলে যেও না জোহর।
রবের কাছে করো মিনতি
তিঁনি তো নন কঠোর।


যখন যাহার যা প্রয়োজন
সব-ই জানেন তিঁনি।
করেন তিঁনি সে আয়োজন
রুজির মালিক যিনি।


পার করো না হেলাফেলা
আসরের ও বেলা।
করো না যে অবহেলা
রবের নীতি মালা।


দিনের শেষে সূর্য হেসে
বিদায় নিবে যখন,
জেনে রাখো হয়েছে সে
মাগরিবের লগন।


রাতের আঁধার গভীর হলে
ডাকবে এশার তরে,
পারবে কি তা থাকতে ভুলে
গভীর ঘুমের ঘোরে?


নিত্য দিনের এমন রুটিন
চলবে আজীবন।
প্রতিদান তার পাবে মুমিন
শেষ বিচারের ক্ষণ।


২০২১ ০৭ ০৮