সবুজ শ্যামল বাহারি শোভায়
নীরবে প্রবাহিণী একাকী শুধায়
রোদের ঝিলিকে ঢেউয়ের ভাষায়
ফেরানো কি যায় এসে মোহনায়
মিলনের মোহে কোন দুরাশায়
মন নাহি চায় আজ বলিতে বিদায়


ভাবিয়া যাহারে নেহাত-ই আপন
দিয়াছি হৃদয়ে গহীনে আসন
পরতে পরতে করিয়া ধারণ
নিভৃতে গোপনে করিয়া লালন
করিব তাহারে কেমনে বারণ
কেমনে করিব ক্ষরণ দমন


বিরহ ঢাকিয়া মনেরি গোচরে
আকুল কাঁদিয়া বেদনার ঝড়ে
দিয়াছি সঁপিয়া দূর পারাবারে
ভাটির টানে হারাবো তাহারে।


২০২১ ১১ ১৬