থাকেনা স্রোত শুধু নদীর জলে।
কখনো জোয়ার আসে প্রেমের দিলে।
কখনো ভাটির টানে হৃদয় ঝিলে,
চোখের জলে ভাসে মোহের ভুলে।


স্রোতের টানে থাকে ঢেউয়ের দোলা।
মনে পরে যেমনে না বলা কথার মালা।
মনের গহীনে কথা কি যায়গো ভোলা?
জীবন শুধু কি জোয়ার আর ভাটির পালা?


জোয়ার ভাটার মোহনা যেথায় মেলে
আশা নিরাশার সব হিসেব ফেলে
স্বপনের সেই গভীর সাগর তলে
ভালোবাসা দিতে হয় হৃদয় খুলে।


তবে না পাবে দেখা জীবনের অস্তাচলে
সীমাহীন আলোর শিখা সেথা উঠবে জ্বলে।


২০২১০ ১০ ০৫