মোগো বাড়ি বরিশাল
আছে নদী খাল
মোগো কইলোম ঘাড় তেরা
কতায় একছের ঝাল


দুইন্নার মানু চেনতে মোগো  
প্রাচ্যের ভেনিস নামে
বরিশাইল্লার সুনাম আছে  
শিক্ষা দীক্ষা কামে


চন্দ্রদ্বীপ নাম আছিলো
মোগো বরিশালের
আমড়া গইয়ার সুনাম আছে
আছে বালাম চাউলের


বরিশাইল্লা মনুর কতা
হক্কলডিতে জানে
কতার মইদ্যে ঠেলা মারে
চলে না বেআইনে


লঞ্চে উইড্ডা ঘুম দেতাম
ওঠতাম বেইন্না হালে
কত সুখের যাত্রা মোগো
ঢাহা বরিশালে


মোগো দ্যাশে এহন তরি  
নাই যে রেলগাড়ি
মোগো বরিশাইল্লা চাহারে
শের এ বাংলার বাড়ি


হাতার দিয়া শের এ বাংলা
দেছে  নদী পাড়ি
কীর্তনখোলার কেত্তন মোরা
হুক্কলডিতে হরি


আছে সুগন্ধা আর সন্ধ্যা নদী
আছে ধানসিঁড়ি
খালে বিলে মনু মোরা  
ডোঙ্গা নাওয়ে চড়ি


কামিনী রায় মুকুন্দ দাস
বরিশাইল্লা কবি
মোগো লগে ট্যাক্কা দিয়া
কোতায় কেডা যাবি


আবু জাফর জীবনানন্দ
মোগো দ্যাশের কবি
হেগো কতা কইলে দেহি
হক্কলে খায় খাবি


আরো আছে আহসান হাবিব
সুফিয়া কামাল
আসাদ চৌধুরী কুসুমকুমারির
বাড়ি বরিশাল
২০২৩ ০৭ ৩১