ছেড়ে আশা দিন গুলি
আর কিছু মিষ্টি স্বপ্ন
এখন ভাবি অনেক করে
তুমি যদি একটু করতাম যত্ন
তখন দুটি চোখের মাঝে
থাকতো অনেক আশা
এখন তো সবই মিথ্যে
চোখে জমি নিরাশা
কিছু স্বপ্ন অপূর্ণই থাক
না হয় হোক কিছু পূরণ
কিছু স্বপ্ন তো এমনি হয়
সে বিষয়ে কথা বলাই বারন
দু চোখে আজো সপ্ন অনেক
আরো দেখিতেই ইচ্ছে হয়
আবার অনেক ভয় লাগে
গল্প শেষের আগেই যদি,
মৃত্যু এসে যায়।