নিশ্চয়ই তুমি ভালো আছো
ভালো থাকারই কথা
নতুন ছাদে দক্ষিণা বাতাশ
ভালো থাকারই কথা

নতুন পাওয়া নতুন মানুষ
নতুন ঘরদোর
নতুন জীবন নতুন ঘরে
স্বপ্ন রঙ্গিন ভোর

নতুন হাসি নতুন বাঁধন
নতুন গানের সুর
নতুন জীবন খুব গোছালো
মনটাও নতুন

নতুন আলাপ নতুন ব্যথা
নতুন সব কিছু
সব নতুনের ভীরে এখন
তাকাও না আর পিছু

নিশ্চয়ই তুমি ভালো আছো
ভালো থাকারই কথা
নতুন গাঁয়ের নতুন হাওয়া
ভালো থাকরই কথা।