জোনাকীরা হারিয়ে গেছে
অন্ধকার থেকে আজ ।
ওরা ছিল কয়েকবছর আগেও ।
যখন হঠাৎ লোডশেডিং এ মুখ ঢাকত চরাচর ।
আলোহীন খেই হারানো চোখে
দেখা দিত ওরা ।
ঊড়ন্ত নক্ষত্রের মতন দিকে দিকে ।
হাজার ওয়াটের আলোতে মুখ লুকিয়েছে
সেই রাতের অন্ধকার – লজ্জাবতী লতার মত ।
সবাই কৃত্রিম আলোর অফুরনতায় অভ্যস্ত বলেই
মুখচোরা অন্ধকার চুপিসারে চলে গেছে ।
জোনাকীরা গেছে তার পিছু পিছু ।
হয়ত কোনোখানে – আলোর টুকরো হয়ে জ্বলবে বলে ।