সিদ্ধান্তহীনতা কিছু কিছু মানুষকে
অস্পষ্ট এক বিবেকহীন আবর্তে
এনে দাঁড় করিয়েই দেয়


যে মানুষের কথা
ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়
কিভাবে সে মানুষ হয়?


যে মানুষের কথায়
ব্যক্তিক্তের কোনও প্রকাশ নেই
কিভাবে সে শ্রদ্ধার পাত্র হয়?


যে মানুষকে 'মানুষের ভয়'  
শিহরিত এক কুঠরীতে আষ্টে-পৃষ্ঠে বেঁধে ফেলে
কিভাবে তার শিক্ষায় আসহা রাখা যায়?


যে মানুষের পরতে পরতে
ছড়িয়ে থাকে মেরুদন্ডহীন অথচ হিংস্র অবয়ব
কিভাবে তাকে ক্ষমা করা যায়?


যে মানুষ নিজের অধিকার
বুঝতে অক্ষম অপারগ
সে অন্যের অধিকারকে কিভাবে সম্মান দিতে পারে?


যে মানুষ তন্দ্রার ইন্দ্রিয়জালে
বিকারগ্রসহ এক পূর্বে আওড়ানো বুলি ছাঁড়া আর কিছু না
তাকে কিভাবে কোনও মানবিক বক্তৃতা মানায়?


যে মানুষ অন্যের সিদ্ধান্তে জড়সর হয়ে
আজীবন কাটিয়ে দিতে পারে নির্দ্বিধায়
তার ভন্ড পৌরুষত্বকে ভন্ডামি অবয়বেই মানায়


৯ই জুলাই ২০১৬ , ভোর ৬ টা