হে মানব!
চয়ন কর সেই সব শব্দ
যা মুক্তার মত ঝরে,
ত্রিদিব আলোকিত করে;
দিগন্ত ছুঁয়ে যায়,
অন্তরে ভালবাসা- শ্রদ্ধা জাগায়।


হে মানব!
তুমি কি জানোনা
একদিন এই ধরণীর সংগ্রাম,
তান্ডব লিলায় ধংসজজ্ঞ চালাবে অবিরাম;
পাবেনা ! পাবেনা তুমিও পরিত্রাণ,
সেদিন প্রতিটি বালুকণা হবে বিসর্জন।


হে মানব!
আজ এই ক্ষণ
লিখে রাখো এই পৃষ্ঠায়,
সেই সে ভাষা যে ভাষায়;
অনুভূতিগুলো থাকে যত্নে, স্নিগ্ধতায়,
আবেগের তরে আবেগের তন্দ্রায়।


হে মানব!
জেনে রেখো তুমি
নও অবিনশ্বর,
নও অজেয় কিন্নর;
সাবধান! যদি ভারশূণ্য অমানুষ হও
তবে বরং ধংস হয়ে যাও।


২৩শে জুলাই ২০২৩