কিছুদিনের পথ চলা যেন
বহুগুণ বাড়িয়ে দেয়
একটি মাত্র আস্বাদন
একটি মাত্র লাল গোলাপ
পথ চলতে চলতে
অস্তিত্বের আবর্তে একটি সত্য উপলব্ধি
বিস্তীর্ণ সবুজ ঘাসের উপর শুয়ে একসাথে তারা দেখা
বিশাল নীলাভ সমুদ্রের তীরে বসে হাতে হাত সূর্যাস্ত অবলোকন
দূর পাহাড়ের আকাশের কাছে ছোট্ট একটি পাখির নীড়


কেন পথ চলতে চলতে আবারও
ভীষণরকম তীব্র আকাংক্ষা
স্বপ্ন নয় বাস্তবের ছোট্ট বাগানটি
এলোমেলো হলেও স্নিগ্ধ মমতা


আর সেদিন এক পা এক পা করে হেঁটে
দরজার আড়ালে চলে গেলে যখন
কেনও এ শুষক হ্র্দয় ভিজে একাকার ?
অশ্রুসিক্ত কিংবা রক্তাক্ত দগ্ধ হৃদয়


অনুভব করেছিলে কি?!


আর সেদিন যতদূরে এই দৃষ্টি পৌছায়
হেঁটে কিংবা দৌড়ে একটিবার দেখার প্রয়াস যখন
কেনও শত চেষ্টা করেও অস্পষ্ট অভিতপ্ত হওয়া
অশ্রুপ্লাবিত কিংবা সকাতর প্রগাঢ় শোণিতধারা


অনুভব করেছিলে কি?!


সকাল, ৮ঃ৫৫, ৪ই জানুয়ারী'২০১৫