সত্যিকার আলোয় উদ্ভাসিত
যে সত্ত্বা
সে কেন দিকবিদিক ঘুরেঘুরে ক্লান্ত হয়ে পড়ছে
অমোঘ স্মৃতির ভারসাম্যহীনতায়
যদি ডুব দেয়াই হয়
তবে কিসের তরে
কিসের আবেদনে এত গা ভাসিয়ে এলিয়ে দেয়া?
কোথায় গেল সেই তমসাচ্ছন্ন নিদ্রাহীন রাত্রির গল্পগাঁথা?
তুমি কি ভুলে গিয়েছ ?


তন্দ্রায় আবেশিত হয়ে মোহের পথে ছুটে চলা
সে কি শান্তির খোঁজে নাকি বিক্ষিপ্ত আবহমানে
ভেসে চলা?
সীমাহীন অসীম আকাঙ্খা যদি হত
মেনে নিতাম এসব চিন্তা-যন্ত্র


মূর্খের মত অজস্র সমুদ্রের ফেনায়
ভেসে বেড়ানো
আবেগ যদি এতটাই খেলো হয়
কেন শূণ্যের তরে সব প্রশ্ন?


ভুলে যেওনা
ওপথে অশ্রুজল নিঃশেষিত করে দিতে পারে
এ জীবনের সহজ সরল গতি
ভুলে যেওনা
ওপথে ভাসমান পদ্ম ভেসেই থেকে যায়
নীল ডাঙ্গার  নীল পথের আলেয়ায়


কেন মিছে সময় ক্ষেপণ করছ?
কেন মিছে নিজের সাথে প্রতারণায় মেতে উঠেছ?
কেন মিছে আলোর পথে না চলে অন্ধকারের হাতছানিতে এগিয়ে যাচ্ছ?
কেন মিছে সহূল সাময়িক আনন্দের তরে পুরো জীবনের সূক্ষ ধারাকে নষ্ট করে চলেছ?
কেন?


১৭ ই জানুয়ারী ২০১৬