সেদিন সন্ধ্যায় হান্ডি তে
অজস্র মানুষের ভীড়ে
দেখা পেলাম
একজন দুরন্ত চিন্তায়
ভিন্ন কোনও আলোয় উদ্ভাসিত , দীপ্ত
এক সত্ত্বার


উড়ন্ত কোনও আলেয়ায় যেন
ভেসে যাচ্ছেন তিনি
মানুষকে মুগ্ধ করতে পারাটা যেন
তার আজন্ম কোনও অভীপ্সা
নাহ! সহজ কোনও প্রয়াস নয়
মানুষের হৃদয় নিয়ে ভেবে ক্লান্ত হওয়া


যে ব্যাপ্তিতে ছড়িয়ে যাচ্ছেন তিনি
তার আবেশে
শব্দের ছন্দে
সময়ক্ষণ নন্দিত এক স্বর্গীয় আভায় আলোকিত
নাহ! সহজ কোনও বার্তা নয়
ধূমকেতুর মায়ায় ভেসে যাওয়া


সেদিন সন্ধ্যার সেই ভিন্ন জগতের
উজ্জ্বল এক নক্ষত্র তিনি
লুকিয়ে থাকা গন্তব্যে
আলোর পথিকৃত
দিগন্তে বিস্তৃত
নিয়তির কোনও জ্বলন্ত প্রতিভা


দুপুর ৩:৩০,  ৩১ শে জানুয়ারী ২০১৬